Saturday, 6 November 2021

How to Passport Size & Stamp Size Photo Cutting

 How to Passport Size & Stamp Size Photo Cutting 



পাসর্পোট সাইজের ছবি তৈরী করতে প্রথমে আপনাকে যা করতে হবে । ১ম কাজ যে কোন একটি ছবি পচ্ছন্দ করুন । তারপর ২য় স্টেপ এর মতো কাজ করুন।


নিচের অংশে দেখুন কোন টুল সিলেক্ট আছে সেটি  সিলেক্ট করুন  । এবার দেখুন উপরে বিভিন্ন সাইজ দেওয়া  আছে ঠিক ঠিক করে বসান  । তারপর ৩য় স্টেপ এর মতো কাজ করুন।
             

তারপর ছবির উপর আসুন দেখুন নিচের ছবির মতো দেখতে পাবেন ।  এখন আপনি এই ছবির অংশ কেটে নিন । মাউস এর লেপ্ট বাটন চেপে দরে আস্তে আস্তে টানুন দেখবেন সিলেক্ট হচ্ছে। 
 তারপর ৪র্থ স্টেপ এর মতো কাজ করুন।


নিচের ছবির মতো সিলেক্ট করুন । তারপর দেখুন মার্ক করা ঐ ঠিক চিহ্নতে ক্লিক করুন দেখবেন ছবিটি  পাসর্পোট সাইজ এর হয়ে কেটে গেছে । 

 

ঠিক এইভাবেই  সাইজ দিয়ে ছবি কেটে নিতে হয়। 
এবার আসুন স্টেমপ সাইজ এর ক্ষেত্রে কিভাবে করতে হয়। এর ক্ষেত্রেও সেইম জাস্ট সাইজ এর সময় সাইজ দিয়ে নিতে হবে এটা । নিচের অংশটি ফলো করুন বুঝতে পারবেন । 


তাহলে আজ আমরা শিখলাম কিভাবে Passport Size & Stamp Size Photo Cutting  করতে হয়। 
তারপর অন্য একটা পোস্ট এর সময় কি করে ছবির পিছনের অংশ কাটতে হয় সেটি । অর্থ্যৎ
ব্যাকগ্রইন্ড কি করে কাটতে হয় সেই বিষয়টা আমরা শিখব। 





শেয়ার করুন

Author:

Computer, software and mobile tutorials on our Blog uploaded to our Blog Education with BD Technic 24 Blog is provided with various help or guidance. Thank you .

0 coment rios: