Monday, 1 November 2021

Top Computer Tips and Tricks | কম্পিউটার ফাস্ট করার উপায়

গতি বাড়াতে চান??

কম্পিউটার টিপস্ (বেসিক সবার জন্য )





কম্পিউটার হয়ে যাক আরও গতিশীল !!!!

১ম কাজ Start ( windows key + R) ক্লিক তারপর RUN এ ক্লিক।

কম্পিউটার ফাস্ট করার উপায়

* GO “ RUN “ – tree লিখে এন্টার করুন।
* GO “ RUN “ – prefetch লিখে এন্টার করুন।( একটা নতুন উইন্ডো আসবে সব ফোল্ডার এবং ফাইল ডিলিট করুন।
* GO “ RUN “ – temp লিখে এন্টার করুন। এখন টেম্পোরারী ফাইল গুলো ডিলিট করুন।
* GO “ RUN “ – %temp% লিখে এন্টার করুন। এখন টেম্পোরারী ফাইল গুলো ডিলিট করুন।
* GO “ RUN “ – Recent লিখে এন্টার করুন। এখন Recent ফাইল গুলো ডিলিট করুন।

Top Computer Tips and Tricks


প্রতিটা ড্রাইভের উপর মাউসের রাইট বাটুন ক্লিক করুন তারপুর প্রপারট্রিজ এ ক্লিক করুন

গতি  বাড়াবো কিভাবে



ডিস্ক ক্লিনআপ এ ক্লিক করুন। C ড্রাইভ যত সম্ভব Free রাখুন।

run command in windows 10


hang problem solve


আশা করি আপনার কম্পিটার এ অনেক গতি বেড়ে যাবে। পুরাতন কম্পিউটার এর জন্য বেশী কার্যকরী।

শেয়ার করুন

Author:

Computer, software and mobile tutorials on our Blog uploaded to our Blog Education with BD Technic 24 Blog is provided with various help or guidance. Thank you .

1 comment:

  1. অনেক Help post করছেন ভাই, ধন্যবাদ

    ReplyDelete