CV এবং Resume কি? এদের মধ্যে পার্থক্য
বায়োডাটা কি, বায়োডাটা লেখার নিয়ম, চাকরির বায়োডাটা,সিভি ও রিজিউম এর পার্থক্য, ইংরেজিতে বায়োডাটা লেখার নিয়ম, বায়োডাটা pdf
CV, Resume, Bio Data, Profile এবং Portfolio এর মধ্যে পার্থক্য:
CV, Resume এবং Bio Data শব্দগুলোর অর্থ একই রকম মনে হলেও কিছুটা পার্থক্য বিদ্যমান।
আমরা অনেকে CV, Resume এবং Bio Data এর মধ্যে পার্থক্য না বুঝেই চাকুরীর জন্য আবেদন করে থাকি। তো এতে করে কিছু কমন ভুল প্রায়শই হয়ে থাকে আর এই ভুল গুলোর জন্য ভাল চাকুরীদাতা প্রতিষ্ঠান গুলো আপনার CV বা Resume দেখেই আপনার সম্পর্কে একটা নেগেটিভ ধারণা নিয়ে বসেন।
তো চলুন সহজ ভাবেই আমরা পার্থক্য গুলো জেনে নেই।
CV:
সিভি (CV) এর পূর্ণরূপ হল Curriculum Vitae. সিভিতে মূলত একজন ব্যাক্তির ব্যক্তিগত তথ্যের পাশাপাশি Curriculum বা পাঠ্যক্রম এর যাবতীয় তথ্যসমূহ বিশেষ গুরুত্ব সহকারে তুলে ধরা হয়। মূলত উচ্চ শিক্ষার জন্য সিভি খুবই গুরুত্বপূর্ণ এবং সেই সাথে চাকুরীর জন্য CV সমান গুরুত্বপূর্ণ।
-----কাদের জন্য CV
যারা একদম ফ্রেশার বা কোন চাকুরির অভিজ্ঞতা নেই তাদের জন্যই মূলত সিভি (Curriculum Vitae) । যেখানে একজন চাকুরী প্রার্থীর শিক্ষা জীবনের (Academic Curriculum) এর Achievement এবং অন্যান্য বিষয় ( Internship, Training, Extra Curricular) গুলো গুরুত্ব সহকারে তুলে ধরা হয়।
এখানে বলে রাখি CV তে সবসময় আপনার শিক্ষাগত যোগ্যতা ও শিক্ষা সংশ্লিষ্ট বিষয় গুলোর তথ্যসমূহ আগে প্রাধান্য পাবে।
যারা একদম ফ্রেশার বা কোন চাকুরির অভিজ্ঞতা নেই তাদের জন্যই মূলত সিভি (Curriculum Vitae) । যেখানে একজন চাকুরী প্রার্থীর শিক্ষা জীবনের (Academic Curriculum) এর Achievement এবং অন্যান্য বিষয় ( Internship, Training, Extra Curricular) গুলো গুরুত্ব সহকারে তুলে ধরা হয়।
এখানে বলে রাখি CV তে সবসময় আপনার শিক্ষাগত যোগ্যতা ও শিক্ষা সংশ্লিষ্ট বিষয় গুলোর তথ্যসমূহ আগে প্রাধান্য পাবে।
Resume:
------কাদের জন্য Resume?
সহজ ভাবে বলতে গেলে কোন চাকুরি প্রার্থীর সংশ্লিষ্ট বিষয়ে চাকুরীর পূর্ব অভিজ্ঞতা রয়েছে হোক সেটা চলামান বা অতীত এবং বর্তমান অবস্থায় তিনি কোথাও চাকুরীর জন্য আবেদন করতে চাইলে বা জীবন বৃত্তান্ত সাবমিট করতে চাইলে তাদের জন্যই Resume।
মনে রাখবেন, রিজ্যুমে সর্বদা আপনার কাজের বা চাকুরির অভিজ্ঞতা গুলো আগে প্রাধান্য পাবে এরপর একাডেমিক কারিকুলাম এর তথ্য সমূহ।
Bio Data :
জীবন বৃত্তান্ত হল আপনার ব্যক্তিগত এবং পারিবারিক তথ্যের সমষ্টি মাত্র অর্থাৎ বায়োডাটাতে আপনার সকল তথ্যের পাশাপাশি আপনার পরিবারের সদস্যদের তথ্য থাকতে পারে।
কাদের জন্য Bio Data?
যারা "বিবাহের" জন্য পাত্র বা পাত্রী "খুঁজিতেছেন" আমি বলবো তাদের জন্য একটি Bio Data খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কাদের জন্য Bio Data?যারা "বিবাহের" জন্য পাত্র বা পাত্রী "খুঁজিতেছেন" আমি বলবো তাদের জন্য একটি Bio Data খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ধন্যবাদ !! আপনাকে সুন্দর করে বিষয়টা বুঝানোর জন্য
ReplyDeleteধন্যবাদ !! ভাই
ReplyDeleteঅনেক কিছুৃ বুঝতে পারলাম পাড়ে
ReplyDeleteSo nice.I will learn many things from your site.thank u sir
ReplyDelete
ReplyDeleteঅনেক কিছুৃ বুঝতে পারলাম পাড়ে