Tuesday, 26 October 2021

CV এবং Resume এর পার্থক্য | CV কি? what is CV

 

বায়োডাটা কি,বায়োডাটা লেখার নিয়ম,চাকরির বায়োডাটা,সিভি ও রিজিউম এর পার্থক্য, ইংরেজিতে বায়োডাটা লেখার নিয়ম,বায়োডাটা pdf

 

CV এবং Resume কি? এদের মধ্যে পার্থক্য 

বায়োডাটা কি, বায়োডাটা লেখার নিয়ম, চাকরির বায়োডাটা,
সিভি ও রিজিউম এর পার্থক্য, ইংরেজিতে বায়োডাটা লেখার নিয়ম, বায়োডাটা pdf

CV, Resume, Bio Data, Profile এবং Portfolio এর মধ্যে পার্থক্য: 


CV, Resume
এবং Bio Data শব্দগুলোর অর্থ একই রকম মনে হলেও কিছুটা পার্থক্য বিদ্যমান।
আমরা অনেকে CV, Resume এবং Bio Data এর মধ্যে পার্থক্য না বুঝেই চাকুরীর জন্য আবেদন করে থাকি। তো এতে করে কিছু কমন ভুল প্রায়শই হয়ে থাকে আর এই ভুল গুলোর জন্য ভাল চাকুরীদাতা প্রতিষ্ঠান গুলো আপনার CV বা Resume দেখেই আপনার সম্পর্কে একটা নেগেটিভ ধারণা নিয়ে বসেন।
তো চলুন সহজ ভাবেই আমরা পার্থক্য গুলো জেনে নেই।

CV: 

সিভি (CV) এর পূর্ণরূপ হল Curriculum Vitae. সিভিতে মূলত একজন ব্যাক্তির ব্যক্তিগত তথ্যের পাশাপাশি Curriculum বা পাঠ্যক্রম এর যাবতীয় তথ্যসমূহ বিশেষ গুরুত্ব সহকারে তুলে ধরা হয়। মূলত উচ্চ শিক্ষার জন্য সিভি খুবই গুরুত্বপূর্ণ এবং সেই সাথে চাকুরীর জন্য CV সমান গুরুত্বপূর্ণ।
-----কাদের জন্য CV
যারা একদম ফ্রেশার বা কোন চাকুরির অভিজ্ঞতা নেই তাদের জন্যই মূলত সিভি (Curriculum Vitae) । যেখানে একজন চাকুরী প্রার্থীর শিক্ষা জীবনের (Academic Curriculum) এর Achievement এবং অন্যান্য বিষয় ( Internship, Training, Extra Curricular) গুলো গুরুত্ব সহকারে তুলে ধরা হয়।
এখানে বলে রাখি CV তে সবসময় আপনার শিক্ষাগত যোগ্যতা ও শিক্ষা সংশ্লিষ্ট বিষয় গুলোর তথ্যসমূহ আগে প্রাধান্য পাবে।

-----কাদের জন্য CV
যারা একদম ফ্রেশার বা কোন চাকুরির অভিজ্ঞতা নেই তাদের জন্যই মূলত সিভি (Curriculum Vitae) । যেখানে একজন চাকুরী প্রার্থীর শিক্ষা জীবনের (Academic Curriculum) এর Achievement এবং অন্যান্য বিষয় ( Internship, Training, Extra Curricular) গুলো গুরুত্ব সহকারে তুলে ধরা হয়।
এখানে বলে রাখি CV তে সবসময় আপনার শিক্ষাগত যোগ্যতা ও শিক্ষা সংশ্লিষ্ট বিষয় গুলোর তথ্যসমূহ আগে প্রাধান্য পাবে।


Resume: 

ব্যক্তিগত তথ্যের পাশাপাশি শিক্ষা, দক্ষতা এবং কর্মসংস্থান বা কাজের অভিজ্ঞতা গুলোকে সঠিক ভাবে লিপিবদ্ধ করে উপস্থাপন করাই হল Resume। এটাকে সংক্ষেপে বলা হয় পুনঃসূচনা বা নতুন করে শুরু করা।
------কাদের জন্য Resume?
সহজ ভাবে বলতে গেলে কোন চাকুরি প্রার্থীর সংশ্লিষ্ট বিষয়ে চাকুরীর পূর্ব অভিজ্ঞতা রয়েছে হোক সেটা চলামান বা অতীত এবং বর্তমান অবস্থায় তিনি কোথাও চাকুরীর জন্য আবেদন করতে চাইলে বা জীবন বৃত্তান্ত সাবমিট করতে চাইলে তাদের জন্যই Resume।
মনে রাখবেন, রিজ্যুমে সর্বদা আপনার কাজের বা চাকুরির অভিজ্ঞতা গুলো আগে প্রাধান্য পাবে এরপর একাডেমিক কারিকুলাম এর তথ্য সমূহ।


Bio Data : 

জীবন বৃত্তান্ত হল আপনার ব্যক্তিগত এবং পারিবারিক তথ্যের সমষ্টি মাত্র অর্থাৎ বায়োডাটাতে আপনার সকল তথ্যের পাশাপাশি আপনার পরিবারের সদস্যদের তথ্য থাকতে পারে।
কাদের জন্য Bio Data?
যারা "বিবাহের" জন্য পাত্র বা পাত্রী "খুঁজিতেছেন" আমি বলবো তাদের জন্য একটি Bio Data খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

কাদের জন্য Bio Data?
যারা "বিবাহের" জন্য পাত্র বা পাত্রী "খুঁজিতেছেন" আমি বলবো তাদের জন্য একটি Bio Data খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


COVER LETTER : 

আপনি যে পদের জন্য আবেদন করছেন বা আপনার আগ্রহবোধ রয়েছে তার জন্য HR Admin বা নিয়োগকর্তা বরাবর একটি পত্র। অর্থাৎ চাকুরির ক্ষেত্রে কোন প্রতিষ্ঠানে CV/RESUME এর সাথে আবেদনপত্র আকারে যে পত্রটি দেয়া হয় সেটিই হল Cover Letter. আবার উচ্চ শিক্ষার ক্ষেত্রেও Cover Letter প্রয়োজন হয়।


প্রোফাইল (Profile):

একজন ব্যক্তি যখন ক্যারিয়ারের উচ্চশিখরে পৌঁছান, যখন তার অর্জনগুলো এত বেশি যে তাকে যাচাই বাছাই করতে সিভি কিংবা রিজিউম কোনটারই প্রয়োজন হয়না তখন তার অর্জন গুলোকে প্রকাশ করার জন্য যে ডকুমেন্টটি ব্যবহার করা হয় সেটিকে বলা হয় প্রোফাইল। বিভিন্ন কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারা নিজেকে প্রকাশ করার জন্য প্রোফাইল ব্যবহার করে থাকেন। যারা উদ্যোক্তা হতে চান তাদেরকেও নিজের একটি প্রোফাইল তৈরি করতে হয়। এই প্রোফাইলে আপনার দক্ষতা ও অর্জনগুলোর দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এছাড়াও আপনি যখন একটি প্রতিষ্ঠান গঠন করবেন তখন সেই প্রতিষ্ঠানেরও থাকবে একটি প্রোফাইল। প্রতিষ্ঠানের প্রোফাইল লেখার ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠান কোনো ধরনের পণ্য বা সেবা দিয়ে থাকেন এবং কারা এই পণ্য বা সেবা নিয়েছেন ও তাদের মতামতের সনদপত্র দিয়ে একটি প্রোফাইল তৈরি করা হয়


পোর্টফোলিও (Portfolio) :

যখন আপনি অনেকগুলো প্রজেক্টে কাজ করেছেন তখন সবগুলো প্রজেক্ট মিলে গঠিত হয় আপনার পোর্টফোলিও। অথবা আপনি কয়েকটি প্রতিষ্ঠানের পরিচালক সবগুলো প্রতিষ্ঠানের প্রোফাইল মিলে গঠিত হবে আপনার গ্রুপের পোর্টফোলিও

শেয়ার করুন

Author:

Computer, software and mobile tutorials on our Blog uploaded to our Blog Education with BD Technic 24 Blog is provided with various help or guidance. Thank you .

5 comments:

  1. ধন্যবাদ !! আপনাকে সুন্দর করে বিষয়টা বুঝানোর জন্য

    ReplyDelete
  2. রিপন হাসান27 October 2021 at 11:29

    ধন্যবাদ !! ভাই

    ReplyDelete
  3. অনেক কিছুৃ বুঝতে পারলাম পাড়ে

    ReplyDelete
  4. So nice.I will learn many things from your site.thank u sir

    ReplyDelete

  5. অনেক কিছুৃ বুঝতে পারলাম পাড়ে

    ReplyDelete