কম্পিউটারের বিভিন্ন প্রশ্ন ঃ-
1) 3g সেবা সর্বপ্রথম বিশ্বে কবে
চালু হয় ?
2001
2) 4g এর প্রকৃত bandwidth কত ?
10 MBps
3) ABC কি ?
১ম ইলেকট্রনিক কম্পিউটার ।
4) ATM মানে কি ?
Automated teller machine
5) Europe সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল
নেটওয়ার্কিং নাম কি ?
vk
6) f7 ফাংশন কী কাজ কি ?
spelling check
7) facebook এর সদর দফতর কোথায় ?
California
8-)Ownline pinboard সোশ্যাল
নেটওয়ার্কিং site কোনটি ?
Pinterest
9) Professional job social networking মাধ্যম
কোনটি ?
Linkedln
10) Google কবে প্রতিষ্ঠা করা হয় ?
1998
11) HAL 9000 কি ?
একটি অত্যাধুনিক কম্পিউটার।
12) HTML মানে কি ?
Hyper text markup language
13) OCR মানে কি ?
Optical Character Recognition
14) paste করার জন্য কোন দুটি key press
করতে হয় ?
ctrl+v
15) pc তে সর্বপ্রথম operating system
ব্যবহার করা হয় ?
1971
16) printer কি ধরনের device ?
Output
17) ROM এর পূণ রূপ কি ?
Read Only Memory
18) Two way data transfer network
কোনটি ?
Duplex
19) www মানে কি ?
world wide web
20) FTP মানে কি ?
File Transfer Protocol.
21) আধুনিক কম্পিউটার এর জনক কে ?
চার্লস ব্যাবেজ
22) কম্পিউটারের আবিস্কারক কে ?
হাওয়ার্ড এ্যাইকিন।
23) ইনফরমেশন বা তথ্যের ক্ষুদ্রতম একক
কি ?
ডাটা
24) একটি কম্পিউটারের প্রধান অংশ
কতটি ?
কম্পিউটারের প্রধান অংশ ৩টি।
25) কখন সবপ্রথম মিনি কম্পিউটার
তৈরি হয় ?
১৯৬৪ সালে
26) কম্পিউটার কি-বোর্ড কয়টি key
থাকে ?
১০৫ টি
27) কম্পিউটার চালু করলে কোন অংশ
প্রথম কার্যকর হয় ?
কম্পিউটারের রেজিস্টার অংশ
প্রথম কার্যকর হয়
28) কম্পিউটারের DPT এর পূর্ণ
অভিব্যক্তি কি ?
Dual Port Transreceiver (DPT)
29) কম্পিউটারের কার্সর কি ?
কার্সর হলো একটি ছোট
আলোকরেখা ।
30) কম্পিউটারের কোন মেমারি
মুছে যায় না ?
কম্পিউটারের প্রধান মেমোরির
একটি অংশ রয়েছে, যাকে বলা হয়
ROM বা Read Only Memory এটি
কম্পিউটারের স্থায়ী স্মৃতি যা
কখনো মুছে যায় না।
31) কম্পিউটারের হার্ডসিক্সের
চেযে ছোট ডিস্ককে কি বলে ?
ফ্লপি ডিস্ক।
32) টেপ রেকর্ডার এবং
কম্পিউটারের স্মৃতির ফিতায় কি
ধরনের চুম্বক ব্যবহৃত হয় ?
স্থায়ী চুম্বক ।
33) A computer program that converts an
entire program into machine language at one
time is
a compiler
34) Which of the following memories need
refreshing
Static RAM
35) UNIVAC is
Universal Automatic Computer
36) The brain of any computer system is
CPU
37) বিশ্বের প্রথম কম্পিউটার
প্রোগ্রামার কে?
Ada Bairon
38) বিশ্বের প্রথম বাণিজ্যিক
ইলেক্ট্রনিক কম্পিউটার নাম কি ?
UNIVAC
39) প্রথম ডিজিটাল কম্পিউটারের
নাম –
Mark-01
40) .com domain দ্বারা কি website
বুঝায় ?
Company
41) কী বোর্ডে ফাংশনাল কী
থাকে –
১২ টি
42) সারাবিশ্বের ইন্টারনেট
সংযোগ এর ক্ষেত্রে জনপ্রিয় ও আদর্শ
প্রটোকল হচ্ছে –
TCP/IP
43) মাদার অব অল ভাইরাস বলা হয় –
CIH ভাইরাসকে, নির্মাতা –
Chin_Ing_hua(তাইওয়ান)
44) হোষ্ট কম্পিউটার বা সার্ভারের
সঙ্গে যুক্ত কম্পিউটার কে বলে –
টার্মিনাল
45) ওরাকল কি?
একটি ডাটাবেস সফটওয়্যার
46) BIOS এর পূর্ণ রুপ-
Basic Input Output System
47) VDU এর পূর্ণ রুপ –
ভিজ্যুয়াল ডিসপ্লে ইউনিট
48) ব্যবসা প্রতিষ্ঠান ,গার্মেন্টস
ফ্যাক্টরি, তে মানব সম্পদ
ব্যবস্থাপনায় কোন database software
ব্যবহার করা হয়?
ERP
49) মোবাইল ফোনের জনক বলা হয়
কাকে?
মারটিন কুপারকে।
50) What is the other name of ‘Main Memory ?
Primary Memory
THANK YOU SIR,
ReplyDeletetnx help post dewar jonno
ReplyDelete