১৷ বিশ্বে ইন্টারনের চালু হয় কখন ?
উঃ ১৯৬৯ সালে ।
.
২৷ বাংলাদেশে ইন্টারনের চালু হয়
কখন ?
উঃ ১৯৯৬ সালে ।
.
৩৷ ইন্টারনেটের জনক কে ?
উঃ ভিনটন জি কার্ফ ।
.
৪৷ WWW এর অর্থ কি ?
উঃ World Wide Web.
.
৫৷ WWW এর জনক কে ?
উঃ টিম বার্নাস লি ।
.
৬৷ ই-মেইল এর জনক কে ?
উঃ রে টমলি সন ।
.
৭৷ ইন্টারনেট সার্চইঞ্জিনের জনক কে ?
উঃ এলান এমটাজ ।
.
৮৷ Internet Corporation For Assiged Names And Number - (ICANN) এর প্রতিষ্টা কবে ?
উঃ ১৮ সেপ্টেম্বর ১৯৮৮ সালে ,(সদর দপ্তর ক্যালিফোর্নিয়) ।
.
৯৷ ইন্টারনেট জগতের প্রথম ডোমেইনের নাম কি?
উঃ ডট কম ।
.
১০৷ কম্পিউটার নির্মাতা প্রতিষ্টান সিম্বোলিকস ইন্টারনেট জগতের প্রথম ডোমেইন ডট কম রেজিস্ট্রেশন করে কবে ?
উঃ ১৫ মার্চ ১৯৮৫ সালে ।
.
১১৷ ইন্টারনেট ব্যাবহারকারী শীর্ষদেশ কোনটি ?
উঃ প্রথম - চীন, দ্বিতীয় - যুক্তরাষ্ট্র ।
.
১২৷ বহু জনপ্রিয় ওয়েব ব্রাউজার (Web Browser) কি কি ?
উঃ Opera, Mozilla, Internet Explorer, Rock Melt, Google Chrome.
.
১৩৷ বিখ্যাত সার্চ ইঞ্জিন # Google এর প্রতিষ্টাতা কে ?
উঃ সার্জে এম বেরিন ও লেরি পেজ ।
.
১৪৷ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট কি কি ?
উঃ Twitter, # Facebook, Diaspora, MySpace,Orkut.
.
১৫৷ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট টুইটারের কবে প্রতিষ্টিত হয় ?
উঃ ২০০৬ সালে ।
.
১৬৷ টুইটারের প্রতিষ্টাতা কে ?
উঃ জ্যাক উর্সে , ইভান উইলিয়াম ,বিজ স্টোর্ন ।
.
১৭৷ ফেসবুকের প্রতিষ্টাতা কে ?
উঃ মার্ক জুকারবার্গ , ক্রিস হেগস ,ডাসটিন মোক্রোভিজ ,এডুয়ার্জে সাভেরিনা
.
১৮৷ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট ফেসবুকের কবে প্রতিষ্টিত হয় ?
উঃ ২০০৪ সালে ।
.
১৯৷ ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধিতিকে কি বলে ?
উঃ টেলি মেডিসিন ।
.
২০৷ উইকিপিডিয়া কি ?
উঃ অনলাইনভিত্তিক ফ্রি বিশ্বকোষ ।
.
২১৷ উইকিপিডিয়া কে প্রতিষ্টা কে ?
উঃ জিমি ওয়েলস (যুক্তরাষ্ট্র)
.
২২৷ উইকিপিডিয়া কবে প্রতিষ্ঠিত হয় ?
উঃ ২০০১ সালে ।
.
২৩৷ উইকিপিডিয়া ফাউন্ডেশন কি ?
উঃ অনলাইনভিত্তিক বিশ্বকোশ উইকিপিডিয়ার মালিক প্রতিষ্টান
.
২৪৷ উইকিলিকস (wikileaks) কি ?
উঃ সুইডেন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ।
.
২৫৷ উইকিলিকস (Wikileaks) এর কাজ
কি ?
উঃ বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের গুরুত্বপূর্ন এমন একটি গোপন সংবাদ সংগ্রহ করে প্রকাশ করা ।
.
২৬৷ উইকিলিকস (Wikileaks) কে প্রতিষ্টা করেন ?
উঃ জুলিয়ান আসেঞ্জ (অস্ট্রেলিয়া)
.
২৭৷ বিশ্বে প্রথম ইন্টারনেট নেটওয়ার্কিংয়ের নাম কি ?
উঃ ARPANET (Advanced Research Projects Agency Network)
.
২৮৷ ফ্লিকার কি ?
উঃ ছবি শেয়ারিং সাইট Flickr.
.
২৯৷ ইউটউব কি?
উঃ ভিডিও শেয়ারিং সাইট YouTube.
.
৩০৷ YouTube এর প্রতিষ্টাতা কে ?
উঃ স্টিভ চ্যান জাভেদ করিম ।
.
৩১৷ স্প্যাম কি ?
উঃ অনাকাঙ্কিত ই-মেইল ।
অনেক কিছুই জানলাম আজকে, আসা করি এমন সুন্দর পোস্ট পাবো
ReplyDeleteবড় ভাই আসা করি এমন সুন্দর পোস্ট পাবো আরো পাবো
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete
ReplyDeleteধন্যবাদ !! আপনাকে সুন্দর করে বিষয়টা বুঝানোর জন্য